মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরতলীর কালিঘাট সড়কের ফুলছড়া চা বাগান সংলগ্ন জালালাবাদ গ্যাসফিল্ডের পার্শ্ববর্তী রাবার বাগানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার সেকেন্ড অফিসার সৈয়দ মাহবুবুর রহমান মানবকণ্ঠকে জানান, দুপুর একটার দিকে ফুলছড়া চা বাগানের সহকারী ম্যানেজার মাসুদ রানা লাশের খবর জানায়, পরে পুলিশ গিয়ে ওই যুবকের হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। মাটিতে পড়ে আছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স ২৫-৩০ হবে বলেও জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Next Post