চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হক ভোলাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পৌর নির্বাচনের দিন গুলি করে একজনকে হত্যার মামলায় গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট।
আদালত সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন সকালে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের কাছে দুই কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ভোলা ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ নুরুল আমিন (৪৭) নামে এক ব্যক্তি।
তিনি সাতকানিয়ার গোয়াজর পাড়ার আবদুর রহিমের ছেলে। কক্সবাজারের মহেশখালীতে নুরুল আমি একটি লেপ তোষকের দোকান আছে। ভোট দিতেই তিনি মহেশখালী থেকে সাতকানিয়ার বাড়িতে এসেছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে ৩১ ডিসেম্বর মোজাম্মেকে প্রধান আসামীকে থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।
Prev Post
Next Post