সাতক্ষীরায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা সবাই বাংলাদেশের নাগরিক। সোমবার ভোরে জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন-চান্দুড়িয়া গ্রামের লিটন, আকবার, ইব্রাহিম, কামাল ও মিলন। বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র চান্দুড়িয়া বিওপির হাবিলদার আমির হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকালে পাঁচটি গরুসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।