সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জামায়াত-পুলিশ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা ৮৩ ঘণ্টা অবরোধের শেষদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, ১৮ দলের নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করলে সাতক্ষীরার এক এএসপির নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল তাদের অবরোধ ভাঙ্গার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ২৫ রাউণ্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই এক শিবিরকর্মী নিহত হয়।
এছাড়া, গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এলাকায় এখন থমথমে অবস্থ বিরাজ করছে।