সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা থেকে মুকুল হোসেন নামে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) মধ্যরাতে কুশখালী গ্রামের বাদিলকি বিল থেকে মুকুলের মৃতদেহ উদ্ধার করা হয়।
মুকুল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বিলে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তবে, এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি বলেও জানান ওসি।
স্থানীয়রা জানান, এর আগে শুক্রবার (১০ জুলাই) রাত ৩টার দিকে মুকুলসহ কয়েকজন গরু রাখাল ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। পথে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়। পরে রাতে বিলে তার মৃতদেহ পাওয়া যায়।