খাগড়াছড়ি জেলার ধর্মঘট এলাকায় সতীন্দ্র লাল ত্রিপুরা (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল সোয়া ১১টায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই সেনা সদস্যকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
নিহতের ছেলে রনিক ত্রিপুরা বলেন, সকাল সোয়া ১১টায় বাড়ির কাছে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। সামনে এগিয়ে দেখি বাবা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার ঘাড়ে গুলি করা হয়। পাশেই একটি বুলেট পড়ে ছিল।