সিরাজগঞ্জের ৮৩টি ইউপির সচিবরা মানববন্ধন পালন করেছেন।শহরের প্রেসক্লাব মোড়ে বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কমসূচি পালন করে।
ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তনপূর্বক ১০ গ্রেড স্কেল কর্মকর্তার মর্যাদা প্রদান, সরকারি কোষাগার থেকে সকল সুবিধা শতভাগ নিশ্চিত ও বেতনভাতাসহ ৩ দফা দাবি জানায় তারা।
এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি সিরাজগঞ্জ শাখার (বাপসা) আহ্বায়ক আব্দুল করিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সদস্য এস, এম মনিরুল ইসলাম, ফরিদুল হক মিলন, এমদাদুল হক, আবুল কাশেম ও মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পরে তারা সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
Prev Post