সিরাজগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডঃ এম. মোকাদ্দেস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিতি ও দায়িত্ব অবহেলার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার(৬ আগস্ট’২০১৫) সন্ধ্যার পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মেয়রকে সাময়িক বরখাস্তের নির্দেশ ফ্যাক্সযোগে পৌঁছায়। বরখাস্ত হওয়া মেয়র মোকাদ্দেস আলী জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মোঃ শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা সম্বলিত পত্র পেয়েছি। সাময়িক বরখাস্ত হওয়া মেয়রের পরিবর্তে প্যানেল মেয়র সেলিম আহম্মেদ ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।