সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিকোলিন চাকমা মানবকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রিট খারিজ হওয়ার পর গত রোববার থেকে শুরু হওয়া অভিযান অব্যাহত রয়েছে। রোববার রাত পর্যন্ত ২৬০টি ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়েছে। এছাড়া সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়।
১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ শুনানি শেষে সিলেট ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতির রিট খারিজ করে দেন। এরপর গত রোববার থেকে অভিযান শুরু করে এসএমপির ট্রাফিক বিভাগ। –
Next Post