সিলেটের ওসমানীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে র্যাব-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প)। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার ওসমানীনগর উপজেলার শেরপুর টোল প্লাজার পশ্চিম পাশের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার বাসিন্দা নুর আলম (২৪) ও মৌলভীবাজার জেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩৬)। আটককৃত মাদক, প্রাইভেটকার ও আসামিদের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।