সিলেট: এরশাদকে মুক্তি না দিলে সিলেট বিভাগ অচল করে দেয়া হবে বলে হুমকি দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা সভাপতি সেলিম উদ্দিন।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা থেকে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত মিছিল পরবর্তী পথসভায় তিনি সরকারের উদ্দেশ্যে এ হুমকি দেন।
সেলিম বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে অসুস্থতার নাম করে ঢাকার সামরিক হাসপাতালে আটক করা হয়েছে। প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় এরশাদকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘এরশাদকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে সিলেট বিভাগকে অচল করে দেয়া হবে।’
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টুর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন- মজির উদ্দিন চাকলাদার, আব্দুস সহিদ লশকর বশীর, আবুল হাসনাত, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ রুবেল, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী প্রমুখ।