সিলেট: টিলার ওপর নির্মিত সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে লাক্কাতুড়া চা বাগানের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-নাসিমা বেগম (১৬), তার ভাই জাহেদ আহমদ (১৪) এবং তাদের চাচাতো ভাই রুহুল আমীন (১৩)।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ জানান, স্টেডিয়ামের সীমানা প্রাচীরের পাদদেশে ঝুপড়ি ঘরে বসবাস করে পরিবারটি। নাসিমা তার ছোট দুই ভাইকে নিয়ে একটি ঘরে ঘুমিয়ে ছিল। রাতের বেলা দেয়াল ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, নাসিমা ও জাহেদের বাবা আযান আলী লাক্কাতুরা চা বাগানের শ্রমিক। রুহুলের বাবা প্রয়াত কুতুব আলীও সেখানকার শ্রমিক ছিলেন।