নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের শান্তির হাট বাজারে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শান্তির হাট বাজারের ব্যবসায়ী বেলাল উদ্দিনের ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
মোটরসাইকেলে অক্টেন দেয়ার সময় পাশের গ্যাস ওয়ার্লিংয়ে আগুন ধরে যায়। তারপর গ্যাস সিলিন্ডার থেকে আগুন পুরো দোকানঘরে ছড়িয়ে পড়ে। এতে বাজারের প্রায় ৩০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া কয়েকটি দোকানঘরের মধ্যে রয়েছে কেফায়েত উল্যাহ ও মাওলানা আতিক উল্যাহর কাপড় দোকান, বেলালের ওয়ার্কশপ ও তেল দোকান, সাহাব উদ্দিনের চা দোকান। স্থানীয় এলকাবাসীর সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবির রাজধন বলেন, আগুনে আমাদের ৩০টি ঘরে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ী বেলাল উদ্দিনকে গুরুতর আহতাবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আয়তনের দিক থেকে সুবর্ণচর একটি বড় উপজেলা। অথচ এখানে ফায়ার সার্ভিস স্টেশন নেই। এতে আগুনের কাছে অসহায় এ জনপদের মানুষ।
Next Post