নীলফামারীর সৈয়দপুর পৌর জামায়াতের আমির হাফেজ মো. মুনতাকিম ও তার সহোদর আল হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় বাড়ির পাশে ভাড়া থাকা জহির (৩৫) নামে আরেক জামায়াত কর্মীকেও আটক করা হয়। হেলাল উপজেলা শিবিরের সক্রিয় সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আউয়াল। মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় জামায়াতের আমির ও তার সহোদরকে গ্রেফতার করা হয়েছে এবং জহিরেরর বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।