সিরাজগঞ্জ: ১৮ দলের টানা অবরোধ, জামায়াতের হরতাল ও কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করার ঘোষণার প্রতিবাদে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে তিনটি ট্রাকে আগুন, ১০টি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবিরকর্মীরা। অপরদিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাজিবাড়ি বেইলি ব্রিজ ও সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফকিরতলা বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলেছে অবরোধকারিরা।
এছাড়া হাটিকুমুরুল-পাবনা মহাসড়কের বোয়ালিয়া থেকে শ্রীকোলা মোড় পর্যন্ত গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে জামায়াত-শিবিরকর্মীরা।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে।