হবিগঞ্জ সীমান্তের কাছে ভারতের ত্রিপুরার খোয়াইয়ে তিনি বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। চোর সন্দেহে তাদেরকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করে।
নিহতরা হলেন- সিদ্দিক আলী (৫৫), ওমর আলী (৩০) ও আনোয়ার মিয়া (২৫)। গরু চোর সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা যায়।
জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে ত্রিপুরার খোয়াই শহরের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি বলে জানান বিজিবি কর্মকর্তারা।
তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন বাল্লা বিওপি’র কোম্পানি কমান্ডার মোজাফফর হোসেন।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা জানিয়েছেন, নিহতরা সবাই তার ইউনিয়নেরই বাসিন্দা।