নারায়ণগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের মামলা হয়ছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার সকালে নোমান ছিদ্দিক নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
নোমান নোয়াখালীর কবিরহাট থানার কলাহাড়ী গ্রামের মোমেন মোল্যার ছেলে।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই তরুণী বাড়ির পাশে একটি এমব্রয়ডারি কারখানায় শ্রমিকের কাজ করেন। কর্মস্থলে আসা-যাওয়ার পথে নোমান ছিদ্দিক তাঁকে বিয়ের প্রস্তাব দেয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সাত মাসে তাদের শারীরিক সম্পর্ক তৈরি হয়।