কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মিয়ানমারের নাগিরককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধৃত যুবক মিয়ানমারের মংডু রামুর বিল এলাকার আব্দু সালাম (৩৫)। ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আবুজার আল জাহিদ জানান, ৬ জানুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির জওয়ানেরা টেকনাফের জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যবলেটসহ ওই মিয়ানমারের যুবককে আটক করে।
অপর দিকে ওই বিওপির আওতায় সকাল ৯ টার দিকে জাইল্লারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করতে সক্ষম হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।
ব্যাটালিয়নের অধিনায়ক আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়নে জমা রাখা হবে, যা উর্ধ্বতন কর্তৃপক্ষ ও গণমাধ্যমের উপস্থিতিতেই ধ্বংস করা হবে এবং আটককৃত যুবককে থানায় সোপর্দ করে পৃথক মামলা রুজু পূর্বক কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Prev Post