সাড়ে ৩ হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে পুঁজিবাজার

0

পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে (২০ থেকে ২৪ নভেম্বর) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিনই সূচকের পতন হয়েছে। এই সময়ে পুঁজিবাজারে সব সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছে ৩ হাজার ৪৫৪ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের প্রথম কর্মদিবসে (রোববার, ২০ নভেম্বর) লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৭৯ কোটি টাকা, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন নেমে আসে ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি টাকা। দরপতনের কারণে এক সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন হারিয়েছে ৩ হাজার ৪৫৪ কোটি টাকা।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭৫টির। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমায় গত সপ্তাহে ডিএসই‘র প্রধান সূচক ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচকও ১০ পয়েন্ট কমে দুই হাজার ১৮৯ পয়েন্টে নেমে আসে।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৪৮২ টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে (১৩ থেকে ১৯ নভেম্বর) লেনদেন হয়েছিল ৩ হাজার ২০ কোটি এক লাখ ৮৪ হাজার ৬ টাকা। টাকার অংকে লেনদেন কমেছে ৯ হাজার ৫২ কোটি ৬ লাখ এক হাজার ৫২৪ টাকার। গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসেস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, নাভানা ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, রয়েল টিউলিপ সি পার্ল, ইন্ট্রাকো, সামিট এলায়েন্স পোর্ট এবং স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেডের শেয়ার।

সারাবাংলা

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More