[ads1]পাথরঘাটা ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে নেয়ার জন্য শিক্ষার্থী ও কর্মকর্তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন আমাদের কলেজ অনেক মানসম্মত কলেজ এখানে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষক রয়েছে। আমাদের শিক্ষার্থী সংখ্যাও অনেক যারা উচ্চ শিক্ষার জন্য পাথরঘাটা ছেড়ে অন্য শহরে বা এলাকার কলেজে পরতে যায়। যা অনেক সময় মা বাবা ও তার নিজের জন্য কষ্টের হয়ে দারায়, তাই এলাকার কলেজে সঠিক মানের শিক্ষক দারা অনার্স কোর্স চালু করলে আমরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবোনা।[ads2]
শিক্ষক ও কর্মকর্তাদের থেকে জানা যায়, অনেক শিক্ষায় আগ্রহী কিন্তু সুযোগের অভাবে পড়তে পারছে না এই কলেজ যদি জাতীয় করন হয় ও অনার্স কোর্স চালু হয় তবে বাংলাদেশের এই সমুদ্র উপকুল মানুষ গুলো একটি শিক্ষিত সমাজ পাবে।