ঢাকা: চলতি বছর সোনাক্ষীর হাতে নতুন কোন ছবি নেই। হাতে অজস্র সময়, তাই সুযোগটি লুফে নিয়ে উড়াল দিলেন মালদ্বীপের সমুদ্রপাড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেখানে সমুদ্রস্নানরত অবস্থার ছবিও প্রকাশ করেছেন বলিউডের এই কন্যা।
২০১৫ সালে সোনাক্ষী অভিনীত ৩টি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও ছবিগুলোর কাজ আগেই শেষ করেছেন। তাই এ বছরটা আপাতত ছবির প্রচারণা নিয়েই ব্যস্ত থাকতে চান সোনাক্ষী। কিন্তু তার আগে হাতে রয়েছে খানিকটা অবসর। সেই সুযোগেই মালদ্বীপে গিয়েছেন ঘুরতে। তবে সঙ্গে স্মার্টফোন থাকায়, ভক্তদের নিরাশ করেননি সোনাক্ষী। কিছুক্ষণ পরপর বিভিন্ন জায়গার ছবি আর সেলফি তোলে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।