অশ্লীলতার সংজ্ঞা সবার কাছে সমান নয়। নীলছবির একজন অভিনেত্রীর কাছে যা স্বাভাবিক, সাধারণ নাগরিকের কাছে সেটাই চুড়ান্ত অশ্লীলতা। দৃষ্টিভঙ্গি যেটাই হোক- সমাজ ও সংস্কৃতির ক্ষতি সাধন করে যখন শ্লীলতার সীমা ছাড়ায়, প্রতিবাদ আবশ্যক হয়ে ওঠে। ঠিক এ কাজটিই করেছেন ভারতীয় এক গৃহবধু। সানি লিওনের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ করেছেন তিনি।
সানির বিরুদ্ধে ডম্বিভ্যালি পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন এক গৃহবধূ। অঞ্জলি পালান নামে এই মহিলার দাবী, সোশ্যাল মিশিয়ায় অকারণ অশ্লীল ছবি পোস্ট করেছেন সানি। যা সমাজে বিশেষত বাচ্চাদের মধ্যে খারাপ প্রভাব ফেলছে। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও প্রথা কুরুচিপূর্ণ এসব ছবি প্রকাশ অনুমোদন করে না।
অঞ্জলির পুলিশকে জানিয়েছেন, ইন্টারনেটে সানির অসংখ্য অশ্লীল পোস্ট ও ছবি ছড়িয়ে আছে। নীলছবির প্রাক্তন এই অভিনেত্রীর নিজস্ব ওয়েবসাইটে রয়েছে তার অভিনীত, প্রযোজিত ও পরিচালিত অনেক ভিডিও। ইন্টারনেটের এই সহজলভ্যতার যুগে এসবের নাগাল পেতে পারে যেকোন বয়সের মানুষ।
ভারতীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, সানিকে মহিলাদের প্রতিনিধিত্ব ও তথ্য-প্রযুক্তি আইনের ৩, ৪ অনুচ্ছেদে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে অভিযুক্ত করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট বিভিন্ন ধারাতেও। ডম্বিভ্যালি পুলিশ আরও বলেন, তারা মামলাটি পরবর্তী তদন্তের জন্য থানে পুলিশের সাইবার সেলের কাছে পাঠিয়ে দিয়েছে।