বরফে ঢাকা ধু ধু প্রান্তর। তার মধ্যে রোমান্সে মশগুল হিরো-হিরোইন। কনকনে ঠান্ডাতেও হিরোইনের শরীর জড়িয়ে রয়েছে ফিনফিনে রঙীন সিফন শাড়ি…এই দৃশ্য একমাত্র নব্বইয়ের দশকে যশ চোপড়ার ছবিতেই সম্ভব।
করণ জোহর প্রযোজিত ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল-এর শুটিং করতে করতে সেই নব্বইয়ের নস্টালজিয়ায় ভাসলেন অনুষ্কা শর্মা। বরফে ঢাকা প্রান্তরে লাল সিফন শাড়ির কোণা ধরে থাকা ছবি টুইট করে ভাগ করে নিলেন সেই নস্টালজিয়া।
ছবিতে অনুষ্কার বিপরীতে রয়েছেন রনবীর কপূর। আর অনুষ্কার লুক ডিজাইন করেছেন মনীশ মলহোত্রা। তিনিতো প্রতিশ্রুতি দিয়েই রেখেছেন এই ছবিতে অনুষ্কাকে একেবারে নতুন লুক দেবেন। শুটিংয়ের ফাঁকে মনীশের সঙ্গেও ছবি টুইট করেছেন অনুষ্কা। পিছনে সুন্দরী ভিয়েনা।