আজ শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রটি। ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার কাজ করেছেন ড. অরূপ রতন চৌধুরী। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক ফেরদৌস ও নায়িকা নিপুণ।
পরিচালক মনে করেন, এই ছবি দেখে মাদক থেকে মুক্তির উপায় খুঁজে পাবে দর্শক। পরিচালক ড. অরূপ রতন এনটিভি অনলাইনকে বলেন, ‘বাংলাদেশ বীরের জাতি। পৃথিবীর মধ্যে একমাত্র আমরাই ভাষার জন্য জীবন দিয়েছি, যে কারণে সারা পৃথিবীতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালে নয় মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। আর এসবই সম্ভব হয়েছে আমাদের যুবসমাজের প্রতিবাদী মনোভাবের কারণে। কিন্তু আজ পত্রিকা খুললেই দেখা যায় কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুন-ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। কারণ, আমাদের সমাজের প্রতিটি পরতে পরতে ঢুকে গেছে মাদক। আমাদের দেশের এক নম্বর সমস্যা এখন মাদক। কারণ, যুবসমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের দংশনে।’
ছবির বিষয়বস্তু সম্পর্কে পরিচালক বলেন, ‘এই ছবিতে আমি দেখাতে চেষ্টা করেছি একজন মানুষ কীভাবে মাদকের নেশায় জড়িয়ে পড়ে। মাদক গ্রহণ করলে একটা মানুষের কী ধরনের ক্ষতি ও পরিবর্তন হতে পারে, কীভাবে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে যায়।’
ড. অরূপ রতন আরো বলেন, ‘আমার ছবির মূল উদ্দেশ্য মাদকাসক্তি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, সে বিষয়ে একজন মানুষকে সজাগ করা। একজন মাদকাসক্ত ব্যক্তি নিজে যেন অনুধাবন করতে পারে, মাদক গ্রহণের পর থেকে তার কী কী পরিবর্তন এসেছে এবং এ থেকে মুক্তির উপায় কী।’
ছবির অভিনেতা ফেরদৌস বলেন, ‘আমি সব সময়ই গর্ববোধ করি সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্রগুলোতে কাজ করতে। অরূপদার চলচ্চিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে। দর্শককে অনুরোধ করছি, চলচ্চিত্রটি হলে গিয়ে দেখার জন্য।’
ছবির অভিনেত্রী নিপুণ বলেন, ‘আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি চলচ্চিত্র এটি। আশা করব, দর্শক যেন হলে গিয়ে ছবিটি উপভোগ করেন।’