ঢাকা: সম্প্রতি গণমাধ্যমে সারিকার বিয়ে নিয়ে বিভিন্ন রকম সংবাদ প্রকাশ পেলেও নাটকে ঠিকই বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। শামীমুল ইসলাম শামীমের রচনায় এবং জিয়া উদ্দিন আলমের পরিচালনায় ‘স্বপ্ন দেখাই স্বপ্ন দেখি’ নাটকে সারিকা বিয়ে করেছেন অভিনেতা আ.খ.ম হাসানকে।
শুক্রবার রাত ১২টায় বিরতিহীন ভাবে মাছরাঙ্গা টেলিভিশনে নাটকটি পূণঃপ্রচার করা হবে। এর আগে নাটকটি প্রচারিত হলে ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে। নাটকটিতে মডেল ও অভিনেত্রী সারিকার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আ.খ.ম হাসান। এই জুটির প্রথম রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহের কথা চিন্তা করেই নাটকটি পূণঃপ্রচার করা হচ্ছে। উল্লেখ্য, ‘স্বপ্ন দেখাই স্বপ্ন দেখি’ নাটকটি হাস্য-রসাত্মক হলেও গল্পে এর আছে এক সহজ সরল গ্রাম্য ছেলের গভীর ভালোবাসার ইতিবৃত্ত।