যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব খান নাম লেখাতে চলেছেন সে খবর পুরোনো। নতুন খবর হলো শাকিবের নায়িকা হবেন টালিগঞ্জের মিষ্টি মেয়ে শ্রাবন্তী চ্যাটার্জি। আর এর ফলে যৌথ প্রযোজনার সিনেমার গেল দুবছরের ধারাবাহিকতায় ছন্দপতন ঘটছে। প্রথমবারের মতো ঢাকার নায়কের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে শাকিব-শ্রাবন্তী জুটি কাজ করার গুঞ্জন ঢাকাই সিনেমা থেকে টালিগঞ্জ অবধি শোনা যাচ্ছে। আর সে গুঞ্জনের সত্যতার প্রমাণও পাওয়া গেল। খবর বিডিনিউজ২৪ ডট কমের।
এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুুল আজিজ বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা বছরে বিগ প্রজেক্টগুলোর দুটি সিনেমায় শাকিব খানকে নিয়ে কাজ করব। আর শ্রাবন্তী দেখতে যেমন সুন্দর, তার অভিনয়ের মুন্সিয়ানাও রয়েছে বেশ। তাকে এই সিনেমায় চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত মূলত এসকে মুভিজের। কারণ এটাতো যৌথ প্রযোজনার সিনেমা। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। সিনেমার চিত্রনাট্য লিখছেন যৌথভাবে আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চট্টোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক মতো এগুলে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমার কাজ। সিনেমার প্রথম লটের শুটিং ঢাকায় ও পরের লটের শুটিং কলকাতায় হওয়ার সম্ভবনা রয়েছে। যৌথ প্রযোজনার এই সিনেমার বাংলাদেশ অংশের পরিচালনার জন্য নবাগত নির্মাতা সীমান্তের ওপর ভরসা করতে চাইছে জাজ। সীমান্ত এর আগে জাজের প্রযোজিত সিনেমা অগ্নি, নিয়তি ও রোমিও ভার্সেস জুলিয়েট-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
Next Post