৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর পরিচালক শহিদুল ইসলাম খোকনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আজ বুধবার সকালে জ্ঞান ফিরেছে তাঁর। পরিবার ও পরিচিত জনদের সাথে ইশারায় কথাও বলছেন তিনি। এখনো তিনি লাইফ সাপোর্টে আছেন। আজ তাঁর ছোট একটি অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন শহিদুল ইসলাম খোকনের স্ত্রী জয়া ইসলাম।
এনটিভি অনলাইনকে জয়া ইসলাম বলেন, ‘এখন তিনি কিছুটা ভালো আছেন। আমাদের সাথে ইশারায় কথা বলছেন। উনার জ্ঞান ফিরেছে। মুখ নাড়াচাড়া করার চেষ্টা করছেন সেজন্য তার কণ্ঠনালিতে আজ ছোট একটি অস্ত্রোপচার করা হবে, যাতে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। আসলে তিনি কোনোদিনই আগের মতো সুস্থ হবেন না, আমরা বিষয়টা জানি।’
চিকিৎসার খরচ কীভাবে চলছে জানতে চাইলে জয়া বলেন ‘উনি তো জীবনে কম টাকা কামাই করেননি। কিন্তু সব টাকাই আবার চলচ্চিত্রের পেছনেই খরচ করেছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি সঞ্চয়পত্র দেওয়া হয়েছিল দেড় বছর আগে। সেখান থেকে প্রতি মাসে ২২ হাজার টাকা আসে যা দিয়ে ওনার ওষুধের খরচ চলে। গত এক সপ্তাহে আড়াই লাখ টাকা খরচ হয়েছে। সবাই মিলে পারিবারিবারিকভাবেই চিকিৎসার খরচ বহন করা হচ্ছে। এ ছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ফরিদুর রেজা সাগর সাহেব প্রতিদিনই খোঁজখবর রাখছেন। উনি আমাকে বলেছেন চিকিৎসার যেন কোনো কমতি না হয়, সব খরচ উনি চালাবেন। এতে আসলে এক ধরনের স্বস্তি পেয়েছি। যদি আমাদের হাতের টাকা শেষ হয়ে যায় এরপরও বিনা চিকিৎসায় তিনি মারা যাবেন না। দেশের মানুষের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন উনার জন্য।’
গত বছরের সেপ্টেম্বরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহীদুল ইসলাম খোকনকে যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে গিয়ে বিশেষ লাভ হয়নি বলে জানান জয়া ইসলাম। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা জানিয়েছেন, এই বিরল রোগের এখনো কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি। কথা বলার পাশাপাশি ক্রমান্বয়ে চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন কয়েক মাস আগে।’
গত বৃহস্পতিবার আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। দীর্ঘদিন ধরেই মস্তিষ্কের জটিল রোগে ভুগছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন।