বিয়ে এবং সন্তান নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন প্রিয়াংকা
বিনোদন ডেস্ক- বলিউড ছাপিয়ে গেল বছর হলিউডেই বেশি সময় কাটাতে হয়েছে প্রিয়াংকা চোপড়াকে। ‘কোয়ান্টিকো’ নিয়ে কাজ করতে করতে ‘বাজিরাও মাস্তানি’র সংক্ষিপ্ত উপস্থিতি দিয়েও সমালোচকদের স্বীকৃতিটা ঠিকঠাক নিয়েছেন। সম্প্রতি এক মন্তব্যে প্রিয়াংকা ঘোষণাই দিয়েছেন নিজের কড়া নারীবাদী মানসিকতার।
বলিউড ছাপিয়ে গেল বছর হলিউডেই বেশি সময় কাটাতে হয়েছে প্রিয়াংকা চোপড়াকে। ‘কোয়ান্টিকো’ নিয়ে কাজ করতে করতে ‘বাজিরাও মাস্তানি’র সংক্ষিপ্ত উপস্থিতি দিয়েও সমালোচকদের স্বীকৃতিটা ঠিকঠাক নিয়েছেন। সম্প্রতি এক মন্তব্যে প্রিয়াংকা ঘোষণাই দিয়েছেন নিজের কড়া নারীবাদী মানসিকতার। নারী স্বাধীনতা এবং ক্ষমতায়নের বিষয়ে প্রিয়াংকা সব সময়েই স্পষ্টবাদী ছিলেন। যে কারণে এত দিন ধরে বলিউডে নিজের মতো চলাফেরা করেছেন, বহু স্ক্যান্ডালেও এতটুকু বেসামাল করা যায়নি তাঁকে। হলিউড হয়তো সে মানসিকতায় আরো শক্তি জুগিয়েছে। কাজেই হাতে নতুন একটি আংটি দেখে যখন তাঁকে প্রশ্ন করা হয়েছে নতুন কোনো প্রেমিকের বিষয়ে (?), তিনি সোজাসাপ্টা জবাব দিয়েছেন, নিজের শখেই কিনেছেন এটি। হীরার আংটি পাওয়ার জন্য তাঁর কোনো পুরুষের দরকার নেই। সম্প্রতি ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে বিয়ে করবেন কিনা সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে বলিউডের সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া বলেন, ‘আমি অবশ্যই বিয়ে করবো। সন্তানও চাই। অনেক অনেক সন্তান। বিয়ে না করে সন্তানের মা হওয়া কখনোই উচিত নয়। সমাজে সেটাকে ছোট করে দেখা হয়।’ ।তবে ওই সাক্ষাতকারে সদ্যই নিজ দেশের সম্মানজনক ‘পদ্মশ্রী’ পদক পাওয়া কোয়ান্টিকো তারকা প্রিয়াংকা এটাও বলেন, তিনি বিয়ে করতে চান শুধুমাত্র সন্তানের মা হওয়ার জন্য। সন্তান জন্ম দেয়া ছাড়া পুরুষকে তার আর কোনও কাজে প্রয়োজন নেই।
নিজের ব্যক্তিগত বিষয়ে ঘাঁটাঘাঁটি করাটা একেবারেই পছন্দ করেন না বলিউড তারকা। তাইতো ফিল্মফেয়ার ম্যাগাজিনের ওই সাক্ষাতকারে সোজাসাপ্টা ভাবেই প্রিয়াংকা জানিয়ে দিলেন, সবার মত আমারও একটি ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত বিষয়গুলো জনে জনে বলে বেড়াতে চাই না। সম্পূর্ণই গোপন রাখতে চাই।

