রাজধানীর মগবাজারে চলন্ত বাসে পেট্রোল বোমা ছুড়ে মারলো অভিনেতা সজল !

0

Sajal-copyবিনোদন ডেস্ক : রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজারে একটি চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়লেন হালের জনপ্রিয় অভিনেতা সজল। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে গনধোলাই দিয়েছে এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কি, এ কথা শুনেই চোখ চড়কগাছ! বিস্মিত হওয়ার কিছু নেই। এটা বাস্তবে নয়। জি এম সৈকতের নতুন একটি নাটক ‘পেট্রোল বোমা’য় এমন চরিত্রেইঅভিনয় করেছেন সজল।

এ প্রসঙ্গে সজল বলেন- এ নাটকে আমি মাস্টার্স পাশ করা যুবক থাকি, যে কোন চাকুরি পাই না শত চেষ্টা করেও। এরপর অনটনে পড়ে বিবেবকে বিসর্জন দিয়ে এমন হীনমন্ন কাজে লিপ্ত হয়ে পড়ি।

তিনি আরো বলেন, অনেক যত্ন সহকারে এ নাটকের কাজটি করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।

সজল ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, পারভেজ মোশাররফ, নাতাশা, জেরিন, সাজু , রেশমী, এস এম মহসীন, উচ্ছাস, মিলন, দোলন প্রমুখ।

শীঘ্রই ‘পেট্রোল বোমা’ নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত হবে বলেও জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More