ষ্টাফ রিপোর্টার : পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে টিভি অভিনেত্রী অপি করিমকে ফোন করেন শীর্ষস্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল এর সিনিয়র সাংবাদিক সোহাগ আরেফিন। কিসের অনলাইন বলে দাম্ভিক অভিনেত্রী অপি করিম জানতে চাইলেন রাগ গলায়।
তিনি ব্যাস্ত রয়েছেন বলে কিছুক্ষন পরে যোগাযোগ করতে বলে লাইনটি কেটে দেন।পেশাগত কাজ শেস করতেই হবে, তিনি আবার ফোন করেন এবার তো আক্কেল গুড়ুম! বিপরিত দিক থেকে কন্ঠস্বর আসলো, আপনি কেন বার বার ফোন করছেন আপনি সাংবাদিক তো কি? তাও আবার অনলাইন পরে কথা বলেন । এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য সাংবাদিক সোহাগ আরেফিন এর কাছে তিনি জানান, অনলাইন নিউজ পোর্টাল জানার পরেই নাকি অপি করিম উত্তেজিত হয়ে যান এবং তিনি বলেন, কিসের অনলাইন এই ভাবে আমাকে বিরক্ত করবেন না। সঙ্গত কারনে আরো অনেক বিষয় উল্লেখ করা যাচ্ছে না। তবে এই বিষয়ে বিভিন্ন মহলের সাংবাদিকগন প্রতিবাদ জানায় এবং মনক্ষুন্ন করেন ।