অনেকদিন কোনো আলোচনায় নেই। নাটকেও খুব কম দেখা যায়। কী করছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। জানা গেছে, অন্ধকার জীবনের পথে পা বাড়িয়েছেন তিনি। তবে বাস্তবে নয়, নাটকে। মারুফ হোসেন সজীবের রচনা ও পরিচালনায় ‘জনারণ্যে জোনাকী’ নাটকে এমন গল্পে অভিনয় করেছেন।
নাটকের গল্পে দেখা যাবে, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে অচেনা শহরে আসে নীলিমা। শহরের কারো সাথে পরিচয় না থাকায় বেশ কয়েকদিন না খেয়ে থাকতে হয় তাকে। উপায়ান্তর না দেখে হাফিজ নামের এক ব্যক্তির সহযোগিতায় পা বাড়ায় অন্ধকার জীবনে। ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বচ্ছল হতে থাকে নীলিমা। একসময় প্রতিটি মেয়ের মতই মনের মধ্যে পুষে রাখা একটি সংসারের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু বাস্তবতা ও বিবেক তাকে চেপে ধরে। বিবেকের সঙ্গে যুদ্ধে হেরে যান। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জনারণ্যে জোনাকী’।