শেষপর্যন্ত ভেঙ্গেই গেল টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর সংসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যাপারটি স্বীকার করেছেন শ্রাবন্তীর স্বামী পরিচালক রাজীব বিশ্বাস।
তিনি জানিয়েছেন গেল ৩ ডিসেম্বর শ্রাবন্তী তার উকিলের মারফত তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এ প্রসঙ্গে রাজীব আরো বলেন, অনেক দিন ধরেই তো আমরা সেপারেট রয়েছি। আমি জানতাম আমাদের বিয়ের এই পরিণতি হবে। সেই মতো মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। তাও উকিলের চিঠি পাওয়ার পর খারাপ লাগছে। আফটার অল এগারো বছরের বিবাহিত সম্পর্ক আমাদের।
শ্রাবন্তীর সঙ্গে একজনের সম্পর্ক হয়েছে এমনটা গুঞ্জন বেশকিছু দিন ধরেই হাওয়ায় ভাসছিলো। বিশেষ করে তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মজনু’ এর নায়ক হিরণের নামটাই ছিল ‘সেই একজন’র সন্দেহভাজন তালিকার শীর্ষে।
এ প্রসঙ্গে রাজীব বলেছেন, হ্যাঁ, আমার কানেও কথাটা এসেছে। এটা শ্রাবন্তীকে জিজ্ঞেস করলেই ভাল জানা যাবে।