অবশেষে প্রায় দুই বছর অপেক্ষার পর আসছে নতুন বছরে নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন মডেল-চিত্রনায়িকা তানহা তাসনিয়া। আগামী ১৫ জানুয়ারী তানহা অভিনীত প্রথম ও রফিক সিকদার পরিচালিত ”ভোলা তো যায় না তারে” ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক নিজেই। ছবিটিতে তানহার বিপরীতে রয়েছেন মডেল-নায়ক নিরব।
এ প্রসঙ্গে তানহা বললেন,”আমি আনন্দিত নতুন বছরের শুরুতেই দর্শকদের সামনে আমার অভিনীত প্রথম ছবিটি নিয়ে হাজির হতে যাচ্ছি। আশা করছি দর্শকরা আমার এই ছবিটির সাথে সাথে আমাকেও নায়িকা হিসেবে গ্রহণ করবেন।” উল্লেখ্য,সম্প্রতি তানহা ”জানবাজ” ও ”ময়না পাখির সংসার” শিরোনামের নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। দুটি ছবিরই শুটিং আগামী বছর শুরু হবার কথা রয়েছে।