আলোচিত টিভি অভিনেত্রী তানিশা মির্জাকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মৌচাক মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, কেনাকাটার উদ্দেশ্যে রিকশায় তানিশা মৌচাক যাচ্ছিলেন। এ সময় দুজন মোটরসাইকেল আরোহী যুবক পিস্তল উঁচিয়ে তার রিকশার গতিরোধ করে। তারা আইডি কার্ড দেখিয়ে নিজেদের সিআইডির লোক বলে পরিচয় দেয় এবং তাকে রিকশা থেকে নেমে আসতে বলে।
কিন্তু তানিশা রিকশা না থামিয়ে কর্ণফুলি গার্ডেন সিটির দিকে যান। মোটরসাইকেল আরোহীরা বারবার তার গতিরোধ করার চেষ্টা করে। পরে তানিশা রিকশা থেকে নেমে মার্কেটের ভেতর ঢুকে আত্মরক্ষা করেন। এরপর মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, তানিশা মির্জা বর্তমানে বেশ কটি নাটক, মিউজিক এলবাম এবং একটি চলচ্চিত্রের কাজ করছেন। তার সাফল্যে ইর্ষান্বিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে যে কেউ তাকে অপহরণের চেষ্টা করতে পারে বলে বলে তানিশা ধারণা করছেন।
বর্তমানে তানিশা তার বাসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি মোবাইলে সকালে সংবাদ মাধ্যমে বিষয়টি জানান।