[ads1]ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বাঁধন হঠাৎ নিখোঁজ হয়েছেন। একদিন কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই তার।
বাঁধনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে তার পরিবারে দেখা দিয়েছে অশান্তি। পরিবারের মানুষগুলোর কাছে প্রিয় বউমা হঠাৎ করেই ঘৃণার পাত্র হতে থাকে সবার কাছে।[ads1]
[ads2]এমনই গল্প নিয়ে পরিচালক রেজানুর রহমান নির্মাণ করেছেন নাটক ‘মুখোশ’। নাটকে বাঁধনের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন সজল।
বাঁধন-সজল ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন মাহবুবা রেজানুর, সাহানা সুমী, সুকর্ন হাসান, সাজিনসহ অনেকে।
ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।