নতুন পরিচয়ে সবার সামনে হাজির চিত্রনায়ক রিয়াজ। ‘ফুড টোয়েন্টিফোর.সেভেন’ নামের রেস্তরাঁটির পরিচালক, বিপণন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মাহমুদ এজ্জাত। রেস্তরাঁ প্রসঙ্গে রিয়াজ বলেন, আমি অসুস্থ হওয়ার পর মনে হলো অভিনয়ের বাইরে অন্য কিছু করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই এ রেস্তরাঁ।
ভোজনরসিক ঢাকাবাসীর কথা ভেবেই ২৪ ঘণ্টা খোলা থাকবে আমাদের রেস্তরাঁ। এখানে খাবারের সার্বিক দায়িত্বে থাকছেন শেফ টনি খান।
তিনি আমাদের সঙ্গে থাকছেন এটাও ভোজনরসিকদের জন্য একটা বড় খবর। আমরা স্বাস্থ্যসম্মত খাবার রাখছি। দামও থাকবে সবার আয়ত্তের মধ্যে। হোম ডেলিভারিসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা থাকছে।
ভোজনরসিকদের জন্য প্রতিদিনই নিত্য নতুন স্বাদের রেসিপি থাকবে এবং গ্রাহকরা সব খাবার অনলাইনেও অর্ডার দিতে পারবেন বলে জানিয়েছেন রিয়াজ।