সম্প্রতি ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নতুন সিনেমা ‘দাম লাগা কে হাইশা’ মুক্তি পাওয়ার পরই সাড়া ফেলেছে । এই সিনেমার নতুন আকর্ষণ হলো প্রথমবারের মতো হিন্দি সিনেমার পর্দায় অভিনয় করেছে সত্যিকার অর্থেই ‘মোটা’এক নায়িকা। মোটা নায়িকা ভূমি পেদনেকার বলিউডে অভিষেকেই মন জয় করেছেন দর্শক,সমালোচক দুই মহলেরই। কিন্তু প্রশ্ন উঠছে এটা, কি হিন্দি সিনেমায় হাওয়া বদলের ইঙ্গিত না কি কেবল এক বিচ্ছিন্ন ব্যতিক্রম!
ইয়াশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানুর সহকারী ভূমিকে সিনেমাটির জন্য হুট করেই নির্বাচন করা হয়। ৩০ বছর বয়সী ভূমি নিজেও জানতেন না,সিনেমার নায়িকা হিসেবে তার অডিশন নেওয়া হচ্ছে। এরপর সিনেমা মুক্তির আগে তাকে গণমাধ্যমে কথা বলতে বারণ করা হয়। যার ফলে নতুন এই নায়িকা সম্পর্কে পুরোপুরি অন্ধকারেই ছিল দর্শকরা। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দেখা গেল পর্দার ভূমি আর বাস্তবের ভূমির মধ্যে তফাত অনেক,কারণ এরই মধ্যে বেশ বাড়তি মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন তিনি। তার মানে কি ছিপছিপে গড়নের সুন্দরী নায়িকাদের কাতারে যোগ দিতে যাচ্ছেন তিনিও?
বলিউডে মোটা গড়নের নায়িকারা আগেও এসেছেন। নতুনত্বের কথা বলে তাদের স্বাগতও জানানো হয়েছ কিন্তু কিছুদিন বাদেই মেদের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। পারিনিতি চোপড়া,সোনাক্ষী সিনহা, হুমা কুরেশির মতো নায়িকাদের গ্ল্যামারসর্বস্ব এই ইন্ড্রাস্ট্রিতে নিজেদের জায়গা ধরে রাখতে আবার সেই গতানুগতিকের পথেই হাঁটতে হয়েছে। ইয়াশ রাজের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি সই করা ভূমিকে পরবর্তী সিনেমাগুলোতে কোন অবতারে উপস্থাপন করা হবে,সেটাই এখন দেখার বিষয়।