বলিউড তারকাদের কারো বিয়ে হলেই তারকাদের মধ্যে যেন পার্টি করার ধুম পড়ে যায়। কিছুদিন আগেই বিয়ে হল চাচাতো বোন নয়না বচ্চনের, অভিষেক বচ্চন কি আর পার্টি না দিয়ে থাকতে পারেন? আর তাই তো চাচাতো বোন নয়না ও স্বামী কুনাল কাপুরের জন্যে অভিষেক বচ্চন আয়োজন করেন বেশ জাঁকজমকপূর্ণ এক পার্টির।বচ্চনদের মুম্বাইয়ের বাসাতেই আয়োজন করা হয় এই পার্টির। বলিউডের জুনিয়র বচ্চন বলিউড স্টারদের সেই পার্টিতে নিমন্ত্রণ করেন। কুনাল ও নয়না ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে ছোট পরিসরে বিয়ে করেন। এর আগে অবশ্য অভিষেক বচ্চন ও কুনাল কাপুর ‘লাগা চুনারি মে দাগ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।
অভিষেক বচ্চনের আয়োজন করা এই পার্টিতে উপস্থিত হয়েছিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও, ঋত্বিক রোশন, শাহরুখের স্ত্রী গৌরি খান, ইমরান খান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া এবং আরও অনেকে।অনেক তারকার মিলনমেলায় যে পরিণত হয়েছিল বচ্চনদের বাড়ি, তা তো বোঝাই যায়। তবে অনেককে দেখা গেলেও অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের কোন দেখা পাওয়া যায়নি। তিনি হয়তো বাড়ির ভেতরেই ছিলেন।