ঢালিউডের এ সময়ের ব্যস্ততম নায়ক আরেফিন শুভ বিয়ে করতে যাচ্ছেন- এ খবর এরই মধ্যে অনেকের জানা হয়ে গেছে। তবে নতুন খবর হলো, বিয়ে করে বউকে ঢাকায় নিয়ে আসতে গতকাল কলকাতা গেলেন শুভ।
আগামীকাল কলকাতায় অর্পিতা সমাদ্দারের সঙ্গে বিয়ে হবে তার। আর চলতি মাসের ১৬ তারিখে ঢাকায় বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠান হবে।
কলকাতায় বড় হওয়া অর্পিতা ঢাকায় আট বছর ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছেন। আগামীকাল বিয়ের পর্ব সারতে বর্তমানে তিনি কলকাতা অবস্থান করছেন।
বিয়ে প্রসঙ্গে শুভ বলেন, আমি পরিবারের সিদ্ধান্তে অর্পিতাকে বিয়ে করতে যাচ্ছি। ভক্ত ও দর্শকদের কাছে আমার নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি।
উল্লেখ্য, আগামীকাল বিয়ে ও তার পরদিন কলকাতায় অর্পিতার বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছেন শুভ। অনুষ্ঠান শেষে বিয়ে-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বউকে ঢাকায় নিয়ে আসবেন তিনি।
কলকাতা যাওয়ার আগে এ প্রসঙ্গে শুভ বলেন, বিয়ের কথা আগেই পাকাপাকি হয়েছে।কলকাতায় অর্পিতাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। সে উদ্দেশ্যে আমার সঙ্গে বড় ভাই ও কয়েকজন আত্মীয়ও যাচ্ছেন।
সেখান থেকে অর্পিতা ও তার অভিভাবকসহ ঢাকায় ফিরে বিয়ে- পরবর্তী সংবর্ধনার কাজটি শেষ করবো। এর মধ্যে হানিমুনের কাজটিও শেষ করার ইচ্ছে রয়েছে।