হালে তিনি একজন সাংসদ, আবার তিনি একজন সঙ্গীতশিল্পীও, এইত মাত্র কয়েকদিন আগেই তার এপিএসের গাড়ী থেকে ১৯০ ক্যান বিয়ার আটকের ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছিলেন, আর এবার তার গাওয়া অশ্লীল শব্দ চয়নের এক গান নিয়ে চলছে ফেসবুকে চলছে তোলপাড়। বলা হচ্ছিল বাংলাদেশ সাংসদ সঙ্গীতশিল্পী মমতাজের কথা।
গানটি এতটাই অশ্লীল যে, সংবেদনশীল পাঠকদের ভিডিওটি না চালানোর অনুরোধ করা হল
কথা উঠেছে একজন সঙ্গীতশিল্পী কতটা কুরুচিপূর্ণ হলে এই রকম শব্দ চয়নে গান গাইতে পারেন। সঙ্গীতে শিল্পের সাথে বানিজ্যিক একটা ব্যপার জড়িত থাকলে, তারও একটা সীমা পরিসীমা আছে। আছে রুচির ব্যাপারও। প্রশ্ন উঠেছে কতটা নীচে নামলে একজন গায়িকা এমন অশ্লীল শব্দের গান গাইতে পারেন।
গানটির সাথে বর্তমানে বিএফডিসির একজন উচ্চ পর্যায়ের নায়ক কাম নেতা অমিত সাহা সহকর্মী হিসেবে নেচেছেন। যে গানটির কথা এত অশ্লীল, তার চিত্রায়ণ যে একেবারে ভালো হবে, তা ভাবার কোন কারণ নেই। কারণ ইতিমধ্যে যারা এ গানটি দেখেছেন তারা এ ভিডিওটিকে শুধু অশ্লীল নয়, মহা অশ্লীলের তকমা দিয়েছেন।
কথা হল এই যদি বাংলাদেশ সাংসদ এবং নেতাদের রুচিবোধ, তাহলে দেশের সংস্কৃতিক অঙ্গনের ভবিষ্যত কি হবে।
এই সঙ্গীত শিল্পী মমতাজই আবার সাংসদ হবার পর জাতীয় সংসদে বসে প্রধানমন্ত্রীর গুনকীর্তন করে গেয়েছেন গান।