বেশকিছুদিন আগে সেন্সরবোর্ড থেকে চার ছবির সেন্সর সনদ সাময়িক বাতিল করা হয়। ছবিগুলো হলো মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্যরে’ মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ অপূর্ব রানা পরিচালিত খুনী বিল্লা, এবং শাহীন সুমন পরিচালিত ‘নগদ’।
এর ভেতরে ’খুনী বিল্লা’ ও ‘নগদ’ ছবি অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ হলেও ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ও ‘পাগল তোর জন্যরে’ ছবি দুটির বিরুদ্ধে কোনো অশ্লিলতার অভিযোগ ছিল না। সেন্সরবোর্ড তাদের প্রজ্ঞাপনে জানিয়েছিলো কর্তিত দৃশ্য পুনরায় সংযোগ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জমা দেওয়ার কারণে এ দুটি ছবির সেন্সর সনদ সাময়িক বাতিল করা হয়েছে।
কিন্তু বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে যে এ ছবি দুটির বিরুদ্ধেও অশ্লিলতার অভিযোগ রয়েছে। এসব সংবাদের প্রেক্ষাপটে কিছু ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক প্রতিবাদ জানিয়েছেন। তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘কিছু আশা কিছু ভালোবাসা’য় কোনো অশ্লীল দৃশ্য নেই। আমার এই ছবির একটি দৃশ্যে ভিলেন জাতীয় পতাকা দিয়ে মুখ মুছে এবং এ জন্য নায়ক তাকে শায়েস্তা করে। দৃশ্যটি সেন্সর বোর্ড কর্তন করে। পরে জাতীয় পুরস্কারের জন্য ছবি জমা দেওয়ার সময় অসাবধানতাবশত ওই দৃশ্য সম্বলিত প্রিন্ট জমা পড়ে যায়।’
উল্লেখ্য শাবনুর, মৌসুমী ও ফেরদৌস অভিনীত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ২০১৩’র ব্যবসাসফল ছবিগুলোর একটি। এ ছাড়া মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনুর।