এখলাস আবেদীনের ‘নীল নীলিমা’ নামের একটি ছবিটিতে আগামী মাসে অভিনয় করতে যাচ্ছেন আঁচল। এরইমধ্যে এ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন মনিরাজ খান।
সেপ্টেমবরের পাঁচ তারিখে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হবে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। চলবে টানা এক সপ্তাহ। টাঙ্গাইলসহ ছবিটির শুটিং করা হবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, রাঙ্গামাটি, বান্দরবানসহ কক্সবাজারের বিভিন্ন লোকেশনে।
ছবির পরিচালক একলাস আবেদীন বলেন, আরো আগেই ছবিটির শুটিং শুরু করার কথা ছিল। নায়করাজ রাজ্জাককে নিয়ে ছবিটির ক্যামেরা ওপেন করতে চেয়েছিলাম। কিন্তু নায়করাজের অসুস্থতার কারণে সেটা সম্ভব করতে পারছি না। তাই ছবিটির অন্যান্য শিল্পী ঠিক করে আগামী মাসেই শুটিং শুরু করতে যাচ্ছি।
সুদীপ কুমার দীপ এবং তারেক তুহিনের কথায় এরইমধ্যে পাঁচটি গানের কথা লেখা হয়েছে। দু-একদিনের মধ্যেই গানগুলোর রেকর্ডিং করা হবে।
আঁচল ও মনিরাজ খান ছাড়া ছবিটিতে আরো অভিনয় করবেন অমিত হাসান, আলীরাজ, সুচরিতা, দুলারীসহ অনেকে।