এবার বাংলাদেশি ছবিতে সানি লিওন যুগ শুরু হলো নায়িকা আঁচলের হাত ধরে। সম্প্রতি ট্রেইলার বের হয়েছে কিস্তিমাত নামের একটি ছবির। আর এ্ই ছবিতেই একটি পুরো নগ্নদৃশ্যে অভিনয় করেছেন নায়িকা আঁচল।
দৃশ্যটি দেখে সবাই আঁতকে উঠেছেন। সমালোচকরা বলছেন, বলিউডের নগ্নতা বাংলাদেশেও ঢুকে পড়েছে। বাংলাদেশের নায়িকারাও নগ্নতার দিকে ঝুকে পড়ছেন। তবে দৃশ্যটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে তারা সন্দেহ প্রকাশ করেছেন।
কিস্তিমাত ছবির শুটিং ইউনিটসূত্রে জানা যায় প্রিয়ঙ্কা শুটিং হাউসের একটি কক্ষে পরিচালক আচলের নগ্নদৃশ্যটি ধারণ করেন। আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আচল।ছবিটি প্রযোজনা করেছে অভি কথাচিত্র।