ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর শিক্ষার্থী মিতু অনেক দিন ধরেই মডেলিং করে আসছেন পাশাপাশি গানে নাচার ইচ্ছে থাকলেও তা হচ্ছিলো না, কারন নাচ তুলতে পারতোনা সে। এখন নিজেকে প্রস্তুত করতে লেগে আছেন তিনি। তার সাথে কথা বলে জানা যায় সে মডেলিং নয় বিশ্ব দুয়ারে একজন সফল মডেল হতে চায়, চায় নাম করা অভিনেত্রী বা নাইকা হতে। বর্তমানে নিজেকে আইটেম গানের কন্যা হিসেবে প্রস্তুত করছেন নিজেকে।