শাহরুখ খান,কাজল আর রানি মুখার্জী অভিনীত ১৯৯৮ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’এর সেই মিষ্টি ছোট অঞ্জলির কথা মনে আছে ? সেই ছোট মিষ্টি অঞ্জলি আর কিন্তু সেই ছোটটি নেই। এবার বড় পর্দায় সেই অঞ্জলির চরিত্রে অভিনয় করা সানা সাইদকে দেখা একটি আইটেম সং এ। জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের নিজস্ব প্রযোজনা সংস্থার ‘ফাগলি’ চলচ্চিত্রের জন্য প্রথমবারের মতো আইটেম দৃশ্যে পারফর্ম করলেন অভিনেত্রী সানা সাইদ। এর আগে তাকে করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ চলচ্চিত্রটিতে গ্ল্যামারাস একটি চরিত্রে দেখা গেছে। পড়াশোনা করার কারণে সানা চলচ্চিত্র জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও টেলিভিশনে কাজ করেছেন এরই মধ্যে। তিনি সনি টিভির ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ এবং ‘লো হো গ্যায়ি পুজা ইস ঘার কি’ সিরিয়ালগুলোতে কাজ করেছেন। এছাড়া নাচের রিয়েলিটি শো ‘ঝালাক দিখলা যা’তেও অংশগ্রহণ করেছিলেন সানা। কবির সদানন্দ পরিচালিত চলচ্চিত্রটিতে অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী মুষ্টিযোদ্ধা বিজেন্দর সিংও অভিনয় করেছেন। এ প্রসঙ্গে সানা বললেন ‘আমি ‘ফাগলি’ চলচ্চিত্রে একটি মজার গানের সঙ্গে পারফর্ম করেছি। গানটি গেয়েছেন হানি সিং। গানটিতে শুধু আমিই আছি। এর মধ্যেই আমি এর কাজ শেষ করেছি। এতে কাজ করে দারুণ লেগেছে।।’