‘সেক্স’ নিয়ে যুদ্ধে নামছেন সানি লিওন-ডেইজি শাহ-জেরিন খান
খোলামেলা দৃশ্য বা সেক্সকে পর্দায় উপস্থাপন করা এখন বলিউডের নতুন হালচালের অন্যতম অংশ। এ তালিকায় শীর্ষে আছেন সাবেক কানাডিয়ান পর্ণস্টার সানি লিওন। ইতোমধ্যে এ তালিকায় নাম লিখিয়েছেন ‘ভীর’খ্যাত জেরিন খান এবং ‘জায় হো’ খ্যাত অভিনেত্রী ডেইজি শাহ্।
এবার ‘সেক্স’ নিয়ে এ তিন তারকার মধ্যে শুরু হতে যাচ্ছে যুদ্ধ। তাদের মধ্যে সানি লিওন একাই এক দলে আরেকদলে জেরিন ও ডেইজি।
অন্য দিকে বিশাল পাণ্ডের ‘হেট স্টোরি ৩’-এর প্রোমোতে ঝড় তুলেছেন ডেইজি শাহ। ছবিতে রয়েছেন জেরিন খানও। প্রতিশোধ নেওয়ার লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। সব মিলিয়ে একই দিনে এই দু’টি ছবি মুক্তি পাওয়ায় ব্যবসা খানিকটা ভাগ হয়ে যাবে বলেই মনে করছেন বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞরা। তবে সানি লিওন এবং ডেইজি শাহের বক্স অফিসের লড়াইতে কে কাকে টক্কর দেন এখন সেটাই দেখার।