আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা আজ আজীবন সম্মাননায় ভূষিত হবেন। ‘দ্য ডেইলি স্টার’ আয়োজিত জীবনের জয়গান প্রতিযোগিতার ২০১৫ সালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ববিতাকে এই সম্মাননা প্রদান করা হবে। আজ রোববার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানে শুধু ববিতাই নন, তার পাশাপাশি চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী ও সুরস্রষ্টা আলাউদ্দিন আলীকেও একই সম্মাননায় ভূষিত করা হবে। চলচ্চিত্রে ববিতার যাত্রা শুরু হয়েছিল জহির রায়হান পরিচালিত সংসার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তখন ববিতা পপি নামেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন; কিন্তু পরে জ্বলতে সুরুজকে নীচে চলচ্চিত্রে অভিনয় যখন শুরু করেন, তখন চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী পারিবারিক নাম পপির বদলে নায়িকা হিসেবে নাম দেন ‘ববিতা’। সেই থেকে আজ পর্যন্ত দর্শকের হৃদয় থেকে হৃদয়ে তিনি ববিতা হয়েই আছেন। আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে ববিতা বলেন, ডেইলি স্টার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ যে, তারা আমাকে যথাযথভাবে সম্মাননা দিচ্ছেন। আমার জীবন ও কর্ম সম্পর্কে একটি তথ্যচিত্রও তারা নির্মাণ করেছেন। আজীবন সম্মাননা পাওয়ার বিষয়টি আমার কাছে সত্যিই ভীষণ খুশির একটি ব্যাপার। তবে আজীবন সম্মাননা পাওয়া মানেই এই নয় যে, জীবন এখানে থেমে যাবে। সামনে আরো অনেক কাজ আছে। আল্লাহ যেন সেসব কাজ শেষ করে যাওয়ার তৌফিক দেন। আজকের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সঙ্গীতানুষ্ঠান পর্বে সঙ্গীত পরিবেশন করবেন সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন ও ব্যান্ডদল ‘চিরকুট’। উল্লেখ্য, ববিতা গত সপ্তাহে কানাডা থেকে দেশে ফিরেছেন। সেখানে তিনি এক মাসেরও বেশি সময় একমাত্র ছেলে অনিকের সাথে সময় কাটিয়ে এসেছেন। মিতার আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে ববিতা প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।