ঢাকা: গাড়িচাপা দিয়ে পালানোর মামলায় সাজাপ্রাপ্ত বলিউড অভিনেতা সালমান খানের যখন জামিন শুনানি চলছি ঠিক তখনই আদালত চত্বরে আত্মহত্যার চেষ্টা করেন এক ভক্ত।
শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে মুম্বাই হাইকোর্টে সালমানের জামিনের মেয়াদবৃদ্ধির আবেদনের শুনানি শুরু হয়। এর কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতে ভেতর যখন শুনানি চলছে তখন বাইরে দাঁড়িয়ে একটি ছোট বোতল খুলে কিছু পান করে সেখানেই লুটিয়ে পড়েন সালমানের সেই ভক্ত। তার আগে অবশ্য বলেন যে, তিনি সালমানের একনিষ্ঠ ভক্ত।
ঘটনার পরপরই ওই পাগলাটে ভক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ফিনাইল জাতীয় কোনো তরল রাসায়নিক পান করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।