[ads1]বিকিনি পরে পোজ দিতে কোনও অসুবিধা নেই। এমনটাই বলতে শোনা গেল বলিউডের নবাগতা অভিনেত্রী ঋতিকা গুলাটিকে।
ঋতিকা জানিয়েছেন, বিকিনি পরে পোজ দিতে তিনি ইতস্তত বোধ করেন না। এমনকী পারফেক্ট শরীরের জন্য বিকিনিতে নিজেকে তুলে ধরতেও তাঁর কোনও অসুবিধা নেই। কারণ তিনি মনে করেন অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরাটাই তাঁর প্রধান কাজ। তবে সকলেই জানেন রিল লাইফের সঙ্গে রিয়েল লাইফে তাঁর কোনও মিল নেই।
তিনি আরও বলেন, প্রথমবার তাঁকে বিকিনিতে দেখে তাঁর পরিচিতেরা যথেষ্ট আতঙ্কে ছিলেন। তবে কিছুদিন পরে সকলেই এটা মেনে নেন। তাঁর মতে, নতুন কোনও অভিনেত্রীকে বিকিনিতে দেখার পর সকলেই তাঁর দিকে আঙুল তোলে। কিন্তু পুরনো কোনও অভিনেত্রী যখন বিকিনি পরেন তখন তা নিয়ে খুব একটা চর্চা করা হয় না।
আপকামিং রোম্যান্টিক-কমেডি ছবি লভ কে ফান্ডেতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছেন ঋতিকা। এই ছবিতে ঋতিকাকে একজন যোগা শিক্ষকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে। ছবিটির পরিচালনা করেছেন, নবাগত পরিচালক ইন্দারভেস যোগী।
ঋতিকা ছাড়া ছবিতে থাকবেন, শার্লিন ভানোট, রিশাঙ্ক তিওয়ারি, রাহুল সুরি, পূজা ব্যানার্জী, নিশা গুলাটি, প্রমোদ মৌথো প্রমুখ। চলতি বছরের জুলাই মাসে মুক্তি পাবে লভ কে ফান্ডে।[ads2]