আলোচনায় আসতে বারবার ভক্তদের বিব্রত করছিলেন বহুল আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। নিজের বিয়ে নিয়ে মিথ্যা কথা বলে আবার ক্ষমাও চাইলেন হ্যাপি। ভূমিকম্প নিয়ে আলোচনায় আসলেন ধর্ষিতা নায়িকা হ্যাপি। হ্যাপি তার ফেসবুক স্ট্যাসে লিখেছেন, সত্যি কথা হল আজকের ভূমিকম্প ও আমি টের পাইনি । আমার সবচেয়ে কাছের বান্ধবী ভাইবার এ বলল ভূমিকম্প হয়েছে ,আমি ভাবলাম মজা করছে বোধ হয় তাই আমি ভূমিকম্প নিয়ে ফাজলামি করেছি। তবে এখন নিউজ দেখে বুঝতে পারছি আসলেই ভূমিকম্প হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত ।
এবার নতুন করে দুটি বিষয় নিয়ে আলোচনায় আসলেন হ্যাপি।
নিজের বোনের নামে যে অভিযোগ করলেন তা হলো…….. আমার আপন বোনকে নগদ ১০০০ টাকা ঘুষ দিতে হল! ভাবছি কোন দুনিয়ায় পড়লাম !
আবার অন্য একটি ফেসবুক স্ট্যাসে লিখেছেন………অনেক কেঁদেছিলাম, খুবই একা হয়ে গিয়েছিলাম , বেচে থাকার ইচ্ছাটুকু ও হারিয়েছিলাম ,একজন মানুষকে ও তখন পাশে পাইনি। এখন খুবই ভালো লাগে কারন আমি জানি আমার দিন সামনে। তখন ও আমি কাঁদবো তবে সেটা কোন অসহায় মেয়ের চোখের পানি না, যে আমাকে অসহায় করে খুব খুশি মনে ঘুরেছে তার কষ্ট দেখে আমি বিজয়ের আনন্দে কাঁদবো ।হে আল্লাহ কেউ না জানুক তুমি জানো আমার মনে কি ছিল! যে আমার সাথে ঘৃন্য অন্যায় করেছে আমি যেন নিজ হাতে তাকে সাজা পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি । আমাকে সেই তৌফিক দান কর। আমিন